২১ আগস্ট, ২০১৯ ১৪:৫৮

বাংলাদেশ প্রতিদিনের খবরে নতুন ব্রিজ নির্মাণের অনুমোদন

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

বাংলাদেশ প্রতিদিনের খবরে নতুন ব্রিজ নির্মাণের অনুমোদন

বাংলাদেশ প্রতিদিনে খবর প্রকাশের পর ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের পলাশকান্দা ভাঙা ব্রিজটি নতুন করে নির্মাণের জন্য অনুমোদন পেয়েছে। 

গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের (যুগ্ম সচিব) পরিচালক (কাবিখা) ও প্রকল্প পরিচালক (অ: দা:) মোঃ আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ওই অনুমোদন দেওয়া হয়। 

১/১১ সরকারের আমলে ত্রাণের অর্থায়নে পিআইও অফিস ব্রিজটি নির্মাণ করেছিল। ব্রিজটি নির্মাণের পরই বন্যায় ভেঙে যায়। বহু কাঙ্খিত স্বপ্নের ওই ব্রিজ এলাকাবাসি একদিনও ব্যবহার করতে পারেনি। এই ব্রিজের কারণে চাঁনপুর, হরিরামপুর, জিগারকান্দা, বালিচান্দা, পলাশকান্দা, দনারভিটা, পুরাপুটিয়া ও উগলিরপাড়সহ প্রায় ১০ গ্রামের মানুষ অনেক কষ্ট সহ্য করেছেন। 

এলাকাবাসীর কষ্টের বর্ণনা ও দাবি তুলে ধরে ‘১২ বছরেও মেরামত হয়নি পলাশকান্দা ভাঙা ব্রিজ’ শিরোনামে বাংলাদেশ প্রতিদিনে একটি প্রতিবেদন প্রকাশিত হলে নতুন করে ব্রিজ নির্মাণের অনুমোদন দেয় সরকার। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর