২২ আগস্ট, ২০১৯ ২১:৪৫

রূপগঞ্জে ঋণের কিস্তির টাকা দিতে না পেরে যুবকের আত্মহত্যা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

রূপগঞ্জে ঋণের কিস্তির টাকা দিতে না পেরে যুবকের আত্মহত্যা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনজিও’র লোনের কিস্তির টাকা দিতে না পারায় গাজী মোল্লা (৩৪) নামে এক অটো চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

বৃহস্পতিবার সকালে  উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট মধ্যপাড়া এলাকায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। 

নিহত গাজী মোল্লা সাওঘাট এলাকার হাবিবুল্লাহ মোল্লার ছেলে। গাজী মোল্লা একজন অটো চালক, তার ৩ সন্তান রয়েছে। তিন ছেলে মেয়ের মধ্যে বড় মেয়ে তানহা(১৩) সপ্তম শ্রেণিতে, ছোট মেয়ে তানজিলা(৮) প্রথম শ্রেণিতে পড়ে আর ছোট ছেলের বয়স মাত্র দেড় বছর।

নিহত গাজী মোল্লার স্ত্রী নীলা বেগম জানান, বিভিন্ন এনজিও থেকে উঠানো ঋণের কিস্তির টাকার জন্য এনজিও’র লোকজন গত কয়েকদিন যাবৎ বাড়িতে এসে খারাপ ভাষায় গাল মন্দ করে এবং টাকার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। পরে আমি বাবার বাড়িতে যাই টাকা আনার জন্যে। বাবার বাড়িতে থেকেই শুনি স্বামীর আত্মহত্যার খবর। 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, বিষয়টি আত্মহত্যা এমনই শুনেছি, লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর