৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পঞ্চগড় জেলা বিএনপিকে প্রকাশ্যে অনুষ্ঠান, র্যালি, এমনকি মাইক ব্যবহারেরও অনুমুতি দেয়নি পুলিশ। তাই দলীয় কার্যালয়েই করতে হল প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।
রবিবার সকালে দলীয় কার্যালয়ে এসব অভিযোগ করেন বিএনপির নেতারা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে পঞ্চগড় জেলা বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ
সভায় যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট রীনা পারভীন, অ্যাডভোকেট আদম সুফি, অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, সদস্য রুবেল পাটোয়ারী, আব্দুল্লাহ আল মামুন রনিকসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এ সময় তৃণমূল নেতারা বক্তব্যে বলেন, অবৈধ সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতারা আন্দোলনের ডাক দিচ্ছেন না। এটা ঠিক নয়। আমরা তৃণমূলের নেতাকর্মীরা সবসময় প্রস্তুত আছি।
দীর্ঘ ১০ বছর পর এই প্রথম নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যালয়ে কর্মসূচি পালন করলেন। গত ১৯ আগস্ট জহিরুল ইসলাম কাচ্চুকে আহ্বায়ক ও ফরহাদ হোসেন আজাদকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
দীর্ঘ ১০ বছর পর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করায় পঞ্চগড়ে দলীয় নেতাকর্মীদের মাঝে চাঞ্চল্য ফিরে এসেছে। কমিটি না থাকা এবং গ্রুপিংয়ের কারণে তৃণমূল নেতা কর্মীরা হতাশায় ভুগছিলেন।
বিডি প্রতিদিন/কালাম