ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি পৌর শহরের গ্রিন রোড থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড ও থানা রোড হয়ে পুনরায় গ্রিন রোডে বিএনপির অস্থায়ী কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বাক বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি এ্যাড. আবুল বাসার আকন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হেলু, উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ আলী, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোশাররফ হোসেন, জেলা কৃষক দলের সদস্য মো. শফিকুল ইসলাম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব এবিএম আরিফুল ইসলাম, ছাত্রনেতা ফেরদৌস প্রমুখ।
র্যালির পর গ্রিন রোডস্থ বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনাসহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে তার সুস্থতা কামনা করা হয়।
বিডি প্রতিদিন/কালাম