নোয়াখালীতে ছাত্রলীগ-যুবলীগের বাধায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পণ্ড হওয়ার প্রতিবাদে আজ রবিবার দুপুর ১২টায় জেলা বিএনপির উদ্যোগে সাংবাদিক সম্মেলন করা হয়। জেলা শহর মাইজদীর রশিদ কলোনী এলাকায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের বাসায় এ সাংবাদিক সম্মেলন করা হয়।
এতে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার। মো. শাহজাহান বলেন, পুলিশ প্রশাসন থেকে অনুমতি নিয়ে তারা আজ নোয়াখালী প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় সমাবেশ করার কথা ছিল। কিন্তু সকাল থেকে ছাত্রলীগ-যুবলীগের লোকজন মোড়ে মোড়ে তাদের বাধা দেয় এবং ডেঙ্গু প্রতিরোদের নামে প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়। পুলিশ প্রশাসনসহ আওয়ামী লীগের লোকজন বিএনপির বিভিন্ন মিছিলে ধাওয়া করে। ফলে সংঘাত এড়াতে তারা প্রেস ক্লাবের সামনে কোনো সমাবেশ করতে পারেনি।
তিনি বলেন, এভাবে বিএনপিকে দমিয়ে রাখার চেষ্টা করছে আওয়ামী লীগ। তবে কোনোভাবেই বিএনপিকে দমাতে পারবে না। তারা ঐক্যবদ্ধ হয়ে বেগম জিয়াকে মুক্ত করবেই।
বিডি প্রতিদিন/ফারজানা