নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এ.কে. ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ রবিবার ভোর ৪টায় সিদ্ধিরগঞ্জ পুলস্থ ৬ তলা ভবনের ২য় তলায় ওই পোশাক কারখানার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে বলে জানিয়েছেন আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান।
এ.কে. ফ্যাশনের পরিচালক ইঞ্জিনিয়ার কামরুল আহসান জানান, ওই গোডাউন খুবই সংরক্ষিত ছিল। সেখানে বৈদ্যুতিক কোনো সংযোগ ছিল না। এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। এসময় আদমজী ইপিজেড ছাড়াও ডেমরা, হাজীগঞ্জ ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট চেষ্টা চালিয়ে সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
তদন্ত করে অগ্নিকাণ্ডের মূল কারণ উদঘাটন করা হবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম