মহাসড়কে সিএনজি-রিক্স্যাভ্যান চলাচলের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিকরা। রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় এ অবরোধ করে। ফলে মহাসড়কের চারপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীরা তপ্তরোধে চরম ভোগান্তির মধ্যে পড়ে।
পরে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ বিষয়টি আলোচনা সাপেক্ষে মিমাংসার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতারুজ্জামান জানান, সরকার থেকে মহাসড়কে রিক্সাভ্যান, সিএনজি চলাচল নিষিদ্ধ রয়েছে। কিন্তু শ্রমিকরা মহাসড়কে মাঝে-মধ্যেই মহাসড়কে রিক্সা-ভ্যান ও সিএনজি চলাচল করার চেষ্টা করে। এ কারণে সরকারের নির্দেশনা মোতাবেক পুলিশ মাইকিং করে মহাসড়কে রিক্সাভ্যান চলাচল নিষিদ্ধ করছে। এ অবস্থায় সকাল ১১টায় হঠাৎ করে শ্রমিকরা মহাসড়কে অবরোধ করে। পরে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দেয়া হলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। যানজট হলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ