নেত্রকোনায় পলিথিন শপিং ব্যাগ ও পলিথিন সামগ্রী উৎপাদন, আমদানি, ব্যবহার ও বিতরণ বন্ধের লক্ষ্যে জনসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে র্যালিটি পাবলিক হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, জেলা তথ্য অফিসার মো. মুখলেছুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার সুমনা আল মজিদ, জেলা ব্র্যাক প্রতিনিধি প্রবাল সাহা এবং পরিবেশকর্মী অহিদুর রহমান।
বিডি প্রতিদিন/কালাম