বিএনপির ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাট বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো একটি র্যালি বের করলে বাধা দেয় পুলিশ। আজ দুপুরে এ ঘটনা ঘটে। পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ফিরে এসে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, সদর উপজেলা বিএনপির সভাপতি একেএম মমিনুল হক, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন লিমন, জেলা বিএনপির প্রচার সম্পাদক আসাদুল প্রামাণিক, যুবদলের সভাপতি জাহেদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক শাহাদৎ হোসেন, স্বেচ্ছাসেবকদলের সভাপতি আবু ইয়াহিয়া ইউনুস, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, জেলা ছাত্রদলের সভাপতি লিমন, সম্পাদক আনন্দ, সাংগঠনিক মিন্টু প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল