দীর্ঘ ৩০ বছর পর এই প্রথম ঝিনাইদহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দু’গ্রুপে বিভক্ত হয়ে পৃথক স্থানে ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। দলটির জেলা শাখার আয়োজনে রবিবার সকালে শহরের ফ্যামেলি জোন রেস্টুরেন্ট চত্বরে এ আলোচনা সভার আয়োজন করে।
সেখানে জেলার নব-গঠিত কমিটির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান, যুগ্ম আহবায়ক এ্যাড. আব্দুল মালেক, সদস্য সচিব এ্যাড. আব্দুল মজিদসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অন্যদিকে অপর গ্রুপের নেতৃবৃন্দ সাবেক এমপি মসিউর রহমানের বাসার নিচে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলীর সভাপতিত্বে ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করে।
সেখানে বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নব-গঠিত কমিটির সদস্য এ্যাড. আব্দুল আলীম, জেলা কৃষকদলের সভাপতি আনায়ারুল ইসলাম বাদশা, জেলা শ্রমিকদলের সভাপতি আবুবক্কর, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সাজেদুর রহমান পপ্পুসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা অনতিবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। সেই সাথে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এর আগে বিভিন্ন শাখার নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে আলোচনা সভায় যোগদান করেন।
বিডি প্রতিদিন/হিমেল