চুয়াডাঙ্গায় পুলিশি বাধায় পণ্ড হয়েছে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা। শোভাযাত্রা করতে ব্যর্থ হলেও আলোচনা সভা করেন তারা।
রবিবার বেলা ১১টায় শহরের শ্রীমন্ত টাউন হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একই স্থানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা জানান, রবিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান সড়কে উঠতেই পুলিশি বাধার মুখে পড়ে। পরে আলোচনা সভা করেন তারা। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, খন্দকার আব্দুল জব্বার সোনা প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল