ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশি বাধার মুখে নির্ধারিত স্থানে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করতে পারেনি জেলা বিএনপির নেতাকর্মীরা। রবিবার সকালে শহরের স্বপ্নীল কমিউনিটি সেন্টারে ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হলেও ভোরে কমিউনিটি সেন্টারে তালা ঝুলিয়ে দেয় পুলিশ।
এছাড়াও সকালে সরকারী কলেজের সামনে থেকে একটি মিছিল বের করতে চাইলে সেখানেও পুলিশ নেতাকর্মীদের বাধা দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার ছিনিয়ে নিয়ে যায়। পরে জেলা বিএনপির সভাপতির বাসভবনে দলীয় নেতাকর্মীদের নিয়ে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাঁটা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুল সাত্তার ভূইয়া।
এতে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সহ সভাপতি জিল্লুর রহমান, সহ সভাপতি এড. গোলাম সারোয়ার খোকন, সহ সভাপতি হেজবুল বারী সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক এড. আনিছুর রহমান মঞ্জু, এবিএম মোমিনুল হক প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করেন। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল