মাগুরায় জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে সদর উপজেলার পাশে অস্থায়ী কার্যালয় থেকে পুলিশি বাধায় র্যালি করতে না পেরে সংক্ষিপ্ত আলোচনা সভা করেছে।
রবিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার সামনে পাশে বিএনপি'র অস্থায়ী কার্যালয় চত্ত্বর থেকে নেতাকর্মীরা র্যালি করতে গেলে পুলিশি বাধার মুখে র্যালি করতে পারেনি। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়।
সদ্য ঘোষিত মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য
রাখেন সদস্য সচিব আকতার হোসেন, যুগ্ম আহবায়ক আহসান হাবিব, ফারুকুজ্জামান ফারুক, এড: রোকনুজ্জামান খান, মহিলা দলের সাবেক সভানেত্রী শামসুন নাহার প্রমূখ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ