পটুয়াখালীতে বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রবিবার সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী জেলা বিএনপি’র আয়োজনে শহরের শেরে-ই বাংলা পাঠাগারে এক আলোচনা সভায় এই হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে।
আলোচনা সভা চলাকালে জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান পরিচয় পর্বে নাম ভুল বলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আল হেলাল নয়ন ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিনের মধ্যে প্রথমে বাদানুবাদ হয়। এরপর উভয়ের কর্মী-সমর্থকরা হাতাহাতি এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে আলোচনা সভার কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গেলেও পরবর্তীতে জেলা বিএনপির নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর ফের আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি বায়েজীদ আহাম্মেদ পান্না মিয়া ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অহিদ সরোয়ার কালাম।
বিডি প্রতিদিন/এনায়েত করিম