পঞ্চগড়ের মোটরসাইকেল আরোহীরা যাতে দুর্ঘটনার সম্মুখীন না হয় এজন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রচারণা শুরু করেছে জেলা পুলিশ। প্রচারণায় প্রিয়জনের কাছে সুস্থভাবে ফেরার স্বার্থেই হেলমেট ব্যবহারের আহ্বান জানিয়ে মোটরসাইকেল আরোহিদের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে । অন্যদিকে যারা রেজিস্ট্রেশনকৃত মোটর বাইক এবং হেলমেট ব্যবহার করছেন তাদের হাতে ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছে পুলিশ।
রবিবার দুপুরে জেলা শহরের শের-ই-বাংলা পার্ক মোড়ে সপ্তাহব্যাপী হেলমেট ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল বিরোধী বিশেষ এই কমূর্সচির উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ ইফসুফ আলী ।
এ সময় সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় (সার্কেল) সহ পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রচারণাকালে পুলিশ সুপার হেলমেট পরিহিত মোটরসাইকেল আরোহীদের গোলাপের শুভেচ্ছা জানিয়ে লিফলেট এবং সচেতনতামূলক উপদেশ প্রদান করেন।
বিডি-প্রতিদিন/মাহবুব