যশোরের শার্শা থানার পুলিশ রবিবার ভোরে হাড়িখালী নামক স্থান থেকে ১টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবাসহ সুজন (৩৫)নামে যুবককে আটক করেছে। গ্রেফতার সুজন শার্শা থানার কাজিরবেড় গ্রামের আয়ুব আলীর ছেলে। সুজনের নামে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মশিউর রহমান জানান, গোপন সংবাদে জানতে পারি একাধিক মামলার আসামি সুজন ভারত থেকে অস্ত্র গুলি ও ইয়াবা এনে যশোর নেয়ার জন্য হাড়িখালী নামক স্থানে অপেক্ষা করছে।
এমন সংবাদের ভিত্তিতে শার্শা থানার পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। তার নামে বিভিন্ন থানায় ১১ টি মামলা রয়েছে সে দীর্ঘদিন যাবৎ সে পলাতক ছিল। আটককৃতকে যশোর কোর্টে সোপর্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন