বাগেরহাটে জেলা বিএনপি’র দুই গ্রুপের পাল্টাপাল্টি ভাবে দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার সকালে জেলা বিএনপি অফিসে আলোচনা সভার মধ্যদিয়ে বাগেরহাটে দলের প্রতিষ্ঠা বাষির্কী পালন করেন। অপরদিকে দুপুরে স্থানীয় একটি অভিযাত হোটেলে বিএনপির অপর গ্রুপেও দলটির প্রতিষ্ঠাবাষির্কী পালন করেছে। তবে, জেলা বিএনপি’র দু'গ্রুরে মধ্যে কোন সহিংসতার ঘটনা ঘটেনি।
সকালে দলীয় অফিসে জেলা বিএনপি সভাপতি এম এ সালাসের সভাপতিত্বে আলোচনা সভার অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু, বিএনপি নেতা মোজাফ্ফর রহমান আলম, খাঁন মতিয়ার হোসেন, মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও বিএনপি নেতা জুলফিকার আলী, মেহবুবুল হক কিশোর, শরিফুল কালাম কারিম, ইসহাক আলী মোল্লাসহ দলীয় নেতৃবৃন্দ।
অপরদিকে দুপুরে স্থানীয় একটি অভিযাত হোটেলে জেলা বিএনপি’র অপর গ্রুপ পৃথক ভাবে ৪১ পাউন্ডের বিশাল কেক কেটে দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। পরে সাবেক এমপি শেখ মুজিবর রহমানের সভাপতিত্বে অপর গ্রুপের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ-সভাপতি ড. শেখ ফরিদুল ইসলাম, ব্যারিষ্টার জাকির হোসেন, শেখ কামরুল ইসরাম গোরা, বিএনপি নেতা ওহিদুল ইসরাম পল্টু, সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, ডা. আব্দুর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত আলী, জেলা যুবদলের সাধারন সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজনসহ দলের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার