নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদের বহিষ্কার চাইলে দলের সভাপতি খায়রুল আলম বাবুল। রবিবার নীলফামারীর ডোমার উপজেলা শহরের নাট্য সমিতি মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীবৃন্দের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
লিখিত বক্তব্য উপস্থাপন করে সংবাদ সম্মেলনে খায়রুল আলম বাবুল বলেন, গত ২৫ জুলাই বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেন দলের উপজেলা সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। নিজের ভাই দলীয় মনোনয়ন না পাওয়ায় নৌকা প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম রিমুনকে পরাজিত করার জন্য প্রার্থী দাঁড় করিয়ে দেন আরো তিনজনকে। তারপরও নৌকা বিজয়ী হয়েছে এক হাজার দুইশ' ভোটে।
খায়রুল আলম অভিযোগ করেন, মোটরসাইকেল ছিনতাই, অপহরণ, ভূমি দস্যুতা, চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত রয়েছেন তোফায়েল আহমেদ অনুসারীরা। সাংগঠনিক বিরোধী কার্যক্রমের জন্য তার বিরুদ্ধে শোকজ নোটিশ প্রেরণসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করতে কেন্দ্রে দ্রুত চিঠি পাঠানো হবে।
তার পক্ষে আওয়ামী লীগের নেতা কর্মী নেই এমন অভিযোগ করে তিনি আরও বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, লাঠিয়াল বাহিনী ছাড়াও রয়েছে বিএনপি থেকে আগত হাইব্রিড আওয়ামী নামধারী কতিপয় ব্যক্তি।
সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, এনায়েত হোসেন নয়ন, মঞ্জুরুল হক চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম রিমুন বক্তব্য দেন।
তবে সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেন, প্রকৃত ঘটনা আড়াল করতে এবং নিজেদেরকে রক্ষা করতে পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন খায়রুল আলম বাবুল।
এর আগে, উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নেয়া এবং স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রত্যক্ষভাবে ভোট করায় ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম বাবুলসহ আরো
নেতার বহিষ্কার চেয়ে সংবাদ সম্মেলন করেন সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ। সেখান থেকে মাননীয় নেত্রী বরাবর খোলা চিঠিও প্রেরণ করেন তারা।
বিডি-প্রতিদিন/মাহবুব