উপকূলীয় জনগোষ্ঠির দুর্যোগ ঝুঁকি হ্রাস, টেকসই জীবিকায়ন ও মর্যাদাশীল মানবজীবন প্রতিষ্ঠার লক্ষ্যে নোয়াখালীতে বার্ষিক কৌশলগত উন্নয়ন পরিকল্পনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার জেলা শহরের হোয়াট হলে দ্বীপ উন্নয়ন সংস্থা নামে একটি বেসকারি উন্নয়ন সংস্থা কর্মশালাটির আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আইউব আলী, সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আনম সেলিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মিলন।
কর্মশালার লক্ষ্য, উদ্দেশ্য ও সংস্থার কর্মকাণ্ডের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালক মো: রফিকুল আলম, স্বগত বক্তব্য রাখেন দ্বীপ উন্নয়ন সংস্থার সভাপতি মো: সিরাজ উদ্দিন।
কর্মশালায় উপকূলীয় জনগোষ্ঠির দুর্যোগ ঝুঁকি হ্রাস, টেকসই জীবিকায়ন ও মর্যাদাশীল মানবজীবন প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বীপ উন্নয়ন সংস্থার বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনার করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন