রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে আবদুল্লা রাকিব নামে দুই বছরের এক শিশু খালের পানিতে ডুবে মারা গেছে। রাকিব দোয়ানী বাজার এলাকার শাহিনুর ইসলামের ছেলে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, শাহানারা বেগম বাড়ির পেছনের খালের পানিতে নাতি রাকিবকে ভাসতে দেখেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হারাগাছ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুপুরে জানাজা শেষে রাকিবকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাকিবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ