ভোলা শহরের কদম আলী সড়কের বাইতুল নাজাত জামে মসজিদের টয়লেটের ছাদ থেকে ককটেলের মত দেখতে ১৩টি কৌটা উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে বোমা সদৃশ ওই বস্তুগুলো উদ্ধার করা হয়। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে শহরে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে ওগুলো ব্যবহার করা হত বলে ধারণা করা হচ্ছে।
ভোলা মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মনির হোসেন মিয়া জানান, রবিবার দুপুরের দিকে ওই মসজিদের পরিচ্ছন্ন কর্মী মোঃ শরীফুল ইসলাম মসজিদের টয়লেট পরিষ্কার করার সময় ছাদে বালুভর্তি বড় একটি রঙের কৌটা দেখতে পায়। যার মধ্যে বোমার বা ককটেলের মত দেখতে ছোট ছোট আরও বেশ কয়েকটি কৌটা রয়েছে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে ওই রঙের কৌটার মধ্যে লাল ও কালো ট্যাপে মোড়ানো ককটেল সদৃশ ১৩টি ছোট ছোট জর্দার কৌটা উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার সাংবাদিকদের জানান, উদ্ধারকৃত বস্তুগুলো ককটেল কি না তা পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। তাছাড়া কে বা করা এবং কী উদ্দেশ্যে এগুলো রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ