নাটোরের বড়াইগ্রামে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১২ জনকে আটক করেছে পুলিশ। আজ রবিবার সকালে ও শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার চৌমুহন গ্রামের মোজাহার হোসেনের ছেলে মিলন, হেদায়েতুল্লাহ ফরহাদের ছেলে সাবু, কুশমাইল গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে বিপুল হোসেন ওরফে বিকল, গোয়ালফা গ্রামের বুলু মিয়ার ছেলে রুহুল আমিন, দাসগ্রামের মৃত ইনসান আলীর ছেলে জিয়াউর রহমান, গোপালপুর গ্রামের শফিক দেওয়ানের ছেলে আকাশ দেওয়ান, নটাবাড়িয়া গ্রামের রহিম বখশের ছেলে জিল্লুর রহমান, মৃত এরশাদ আলীর ছেলে নজরুল ইসলাম ও নাসের আলীর ছেলে রমিজ উদ্দিন, আটঘরিয়া গ্রামের আবুল ফজলের ছেলে আকতার হোসেন, চাটমোহর উপজেলার ধুলাউড়ি গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে সাগর হোসেন ও গোলাম রব্বানীর ছেলে গোলাম মোস্তফা।
বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার তাদের নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ