দিনাজপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকল এর ২০১৯-২০২০ আখ রোপন মৌসুমের আখ রোপন উদ্বোধন করা হয়েছে।
রবিবার বেলা ২টায় আখ রোপন উপলক্ষ্যে বোচাগঞ্জ উপজেলার চিন্তামনি হাট ক্রয় কেন্দ্র-১ এ আখ চাষিদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ আখ চাষি সংগঠক ফারুক আজম্মেদ এর জমিতে ২০১৯-২০২০ আখ রোপনে উদ্বোধন করেন।
আখ চাষি সংগঠক ফারুক আহম্মেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সেতাবগঞ্জ চিনিকল এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল লতিফ।
এ সময় আরোও বক্তব্য রাখেন উপ ব্যবস্থাপক সদর দপ্তর (ঢাকা) মোঃ খতিবুদ্দিন মোল্লা, সেচিক মহাব্যবস্থাপক মোঃ হাসমত আলী, আখ চাষি সমিতির সভাপতি মোঃ ফয়জুল আলম চৌধুরী বাবলু, চিনিকল শ্রমিক ইউনিয়ন সভাপতি প্রশান্ত কুমার চৌহান, সাধারণ সম্পাদক ইলিয়াছ আলী সরকার, সিআইসি মাহাবুব আলম, সাবেক শ্রমিক নেতা হাবিবুর রহমান দুলাল বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন