শরীয়তপুর সদর উপজেলার কাশিপুর হিন্দু পাড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ফজলুল হক খান (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে শরীয়তপুর-মাদারীপুর আঞ্চলিক মহাসড়কে কাশিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উপজেলার চিতলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কাশিপুর হিন্দুপাড়া গ্রামের মৃত আমজাদ খানের ছেলে ফজলুল হক খান। তার পাঁচ ছেলে ও এক মেয়ে।
ফজলুল হক খানের ছেলে সোহেল খান ও স্থানীয় সূত্র জানায়, বাড়িতে খাওয়াশেষে আংগারিয়া বড় ব্রিজের পাশে ছেলে মিলন খানের অটোরিকসার পার্সের দোকানে জাচ্ছিলেন ফজলুল হক। শরীয়তপুর-মাদারীপুর আঞ্চলিক মহাসড়কে উঠলে মাদারীপুর থেকে আসা একটি মোটরসাইকেল তাকে পিছন থেকে ধাক্কা দেয়। সড়কে পড়ে গিয়ে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা তাকে সদর হাসপাতালে নিয়ে আসে।
পালং মডেল থানা পুলিশের এসআই আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলে থাকা সদরের পশ্চিম কোটাপাড়া গ্রামের সুজন তালুকদার (১৮) ও নাহিদ খান (১৬) আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখান থেকে সুজন ও নাহিদকে আটক করি। আর ঘাতক মটরসাইকেল জব্দ করি। তবে মোটরসাইকেল চালক পালিয়েছে।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ