নীলফামারীর কিশোরগঞ্জ বিল থেকে শাপলা ফুল তুলতে গিয়ে মৃত্যু হয়েছে দুই শিশুর। রবিবার দুপুরে কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা বানিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সেখানকার অনাথ বর্মণের মেয়ে বড়ভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী শ্যামলী রানী রায় ও কানু রায়ের মেয়ে এবং একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মনিসা রানী রায়।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, দুপুরে এলাকার বিল থেকে শাপলা তুলতে যায় এই দুই শিশু। এক পর্যায়ে পানিতে ডুবে যায় তারা। বিষয়টি জানতে পেয়ে এলাকার লোকজন তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ওসি হারুন-উর-রশিদ জানান, বিল থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ