নারী নির্যাতন, ইভটিজিংসহ নারীর প্রতি সব ধরনের সহিংসতা রোধে জেলা পুলিশের সাথে কাজ করবে যুব স্বেচ্ছাসেবকরা। এ লক্ষ্যে তাদের একদিনের লিডারশীপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে বগুড়ায় ইয়ুথ ভলান্টিয়ারস ফর জেন্ডার ইকুয়ালিটি শীর্ষক সমাবেশে তাদের নেতৃত্ব বিকাশের বিভিন্ন বিষয় অবগত করা হয়।
আজ বুধবার সকালে বগুড়া পুলিশ লাইন্স মাঠে সমাবেশের উদ্বোধন করেন পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম (বার)। উদ্বোধন শেষে পুলিশ লাইন্স অডিটোরিয়ামে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরা অংশ নেন। জেলা পুলিশ ও ইএনএফপিএ’র উদ্যোগে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।
পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন, ইএনএফপিএ’র কর্মকর্তা তামীমা নাসরিন, সদর থানার ওসি এসএম বদিউজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে জানানো হয়, নারীর প্রতি সহিংসতা রোধে জেলা পুলিশ ও যুব স্বেচ্ছাসেবকরা একসাথে কাজ করবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম