বরগুনার পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্রে এফ.ভি. আল্লাহর দান নামের একটি মাছ ধরার ট্রলারে দুর্বৃত্তদের হামলায় ১২ জেলে আহত হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে নিখোঁজ রয়েছেন আল-আমীন (২৬) নামের এক জেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুটি ট্রলার ঘাটে নোঙ্গর করার সময় ধাক্কা লাগে।এতে দু'ট্রলারের জেলেদের মধ্যে ঝগড়া বাধে। কিছু সময় পর পান্না মল্লিকের নেতৃত্বে মাহমুদ, স্বপন,শহীদুলসহ ১৫ জন লাঠি সোটা নিয়ে অতকির্তে হামলা করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডি প্রতিদিন/হিমেল