২২ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:১৫

খানজাহান আলীর মাজারে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি :

খানজাহান আলীর মাজারে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

অজ্ঞাত বৃদ্ধের মরদেহ

বাগেরহাটে হযরত খানজাহন আলীর (র.) মাজার জিয়ারত করতে এসে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে। শনিবার রাতে মাজার এলাকার ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনের বারান্দায় স্থানীয়রা অজ্ঞাত ঐ বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে সকালে ময়না তদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠায়। 

এদিকে অজ্ঞাত এই বৃদ্ধের  মরদেহের ছবিসহ দেশের সকল থানা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় নিশ্চিত হতে তৎপরতা চালালেও দুপুর পর্যন্ত মডেল থানা পুলিশের সাথে কেউ যোগাযোগ করেনি। বাগেরহাটে মরদেহ রাখার জন্য শীততাপ নিয়ন্ত্রিত কোন ব্যবস্থা না থাকায় মরদেহ নিয়ে বিপাকে পড়েছে পুলিশ। 

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন জানান, অজ্ঞাত পরিচয় এই বৃদ্ধের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। বাগেরহাট হাসপাতালের ময়না তদন্তকারী চিকিৎসরাও প্রাথমিক ভাবে ধারণা করেছেন ধারণ হার্টঅ্যাটাকেই মারা গেছেন। ময়না তদন্ত রির্পোট পেলেই মৃত্যুর সঠিক কারন জানা যাবে। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর