বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে।
বৃহস্পতিবার বেলা পৌনে ৩টায় ময়মনসিংহ নগরীর কৃষ্ণচূড়া চত্বরে এ সমাবেশ শুরু হয়। ইতিমধ্যে কেন্দ্রীয় এবং ময়মনসিংহ বিভাগের নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত হয়েছেন। শুরুতেই জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক একেএম শফিকুল ইসলাম এবং সঞ্চালনায় রয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সাধারন সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।
সমাবেশে উপস্থিত আছেন- দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মীর্জা অব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় এবং বিভাগীয় নেতৃবৃন্দ।
এর আগে সকাল থেকেই বিভিন্ন জেলা-উপজেলা থেকে দলীয় নেতা-কর্মী নগরীর হরিকিশোর রায় রোডস্থ দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকে। এসময় নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে।
এদিকে নানা নাটকিয়তার পর সমাবেশের তিন ঘণ্টা আগে অনুমতি পায় বিএনপি। সমাবশের তিন ঘণ্টা আগে বেলা ১১টায় জনদুর্ভোগ সৃষ্টি না করাসহ ৯ শর্তে কৃষ্ণচূড়া চত্বরে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ প্রশাসন। এর আগে বুধবার সন্ধ্যায় কৃষ্ণচূড়া চত্বরে সভা মঞ্চ তৈরি কালে বাধা দেয় পুলিশ।
সমাবেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই নতুন বাজারস্থ বিএনপি কার্যালয় ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জোরদার করা হয়েছে বাড়তি নিরাপত্তা। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই নগরীর বিভিন্নস্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন