৯ অক্টোবর, ২০১৯ ২২:৩৮

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

কমিটির অনুমোদন ছাড়াই সদস্য অন্তর্ভুক্ত করার অভিযোগ আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেলে হরিপুর উপজেলা দলীয় কার্যালয়ে সভাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম। 

হরিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রিপন ও উপজেলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম পুষ্প অভিযোগ করে বলেন, কমিটির কাউকে না জানিয়ে ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিএনপি ও জামাতের নতুন ১৭ জন সদস্য অন্তর্ভুক্ত করায় নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়। এসময় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ৪০ জন আহত হয়। পরে পরিস্থিত নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 

এ বিষয়ে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম জানান, উপজেলা আওয়ামী লীগের মধ্যে কোন্দলের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ধ্যা ৬টা থেকে দলীয় কার্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

বিডি প্রতিদিন/মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর