হাওরাঞ্চল নেত্রকোনার খালিয়াজুরীতে স্বাক্ষর জাল করে সহস্রাধিক ভুয়া জন্ম নিবন্ধন সনদ দেওয়ার অভিযোগে উদ্যোক্তা রফিকুল ইসলাম সুলতুকে (৩৫) আটকের পর শনিবার আদালতে সোপর্দ করেছে পুলিশ।
উপজেলার মেন্দিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবের স্বাক্ষর জাল করে জনসাধারণকে জন্ম নিবন্ধন সনদ দিয়ে আসছিলেন তিনি। আটক উদ্যোক্তা একই ইউনিয়নের নূরপুর বোয়ালি গ্রামের মৃত এলাল উদ্দিনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ওসি এটিএম মাহমুদুল হক।
পুলিশ জানায়, গত শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় তার বিরুদ্ধে ইউপি সচিব মুসা মিয়া বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে খালিয়াজুরী থানায় মামলা দেয়। পরে স্থানীয় থানা পুলিশ তাকে তার নিজ গ্রাম থেকে আটক করে।
তিনি মামলার বরাত দিয়ে জানান, আটক সুলতু ইউপি চেয়ারম্যান লোকমান হেকিম ও ইউপি সচিব মুসা মিয়ার স্বাক্ষর জাল করে ৭ বছরে ১৩০০ টি জন্ম নিবন্ধন সনদ জনসাধারণকে দিয়েছেন। এসব সনদ দিয়ে তিনি জনসাধারনের কাছ থেকে প্রায় ৫৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। এ টাকা হাতিয়ে নেয়ার প্রমাণ পেয়ে উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এরশাদুল আহমেদ উজ্জলের তৈরী করা একটি তদন্তের প্রতিবেদনও সংযুক্ত রয়েছে থানায় করা অভিযোগের সাথে।
ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসায় জন্ম নিবন্ধন সনদ জালিয়াতি করে টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি সুলতু স্বীকার করেছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এমন জালিয়াতি অনেকে টের পেলেও কিছু অসাধু মানুষ সুযোগ নিচ্ছে বলে এতোদিন গ্রামের সাধারণ সহজ সরল মানুষরা মুখ খুলতে ভয় পেতো। তাছাড়া সুলতু কিছু হলেই মানুষকে পুলিশ দিয়ে হয়রানি করারও ভয় দেখাতো। যে কারণে তার অপকর্মের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়নি।
বিডি প্রতিদিন/হিমেল