১৭ অক্টোবর, ২০১৯ ১৭:২৩

মানব পাচার মামলা দ্রুত বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি

বাগেরহাট প্রতিনিধি

মানব পাচার মামলা দ্রুত বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি

বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে দেশের সব মানব পাচার সংক্রান্ত মামলা দ্রুত বিচার সম্পন্ন করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে উদয়ন বাংলাদেশ নামে একটি উন্নয়ন সংস্থা। 

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উদয়ন বাংলাদেশের পরিচালক ইসরাত জাহান এসব কথা বলেন। 

এসময় তিনি আরও বলেন, সরকারের মানব পাচার প্রতিরোধ ও দমন জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হলে জেলায় জেলায় দ্রুত বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এতে করে মানব পাচার সংক্রান্ত মামলার দ্রুত বিচার সম্পন্ন করা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইনিসডিন বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী মো. রফিকুর ইসলাম খান, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি নীহার রঞ্জন সাহা, জেলা পাচার প্রতিরোধ কমিটির সদস্য লুনা সিদ্দিকী, শেখ মফিজুল ইসলাম রিফাত, রবিউজ্জামান রকি প্রমুখ।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর