২২ অক্টোবর, ২০১৯ ১৪:৫৭

জীবনানন্দ দাশের মহাপ্রয়ান দিবসে দখল-দূষণমুক্ত বরিশাল বিনির্মাণের দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

জীবনানন্দ দাশের মহাপ্রয়ান দিবসে দখল-দূষণমুক্ত বরিশাল বিনির্মাণের দাবি

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মহাপ্রয়ান দিবসে দখল-দূষণমুক্ত নৈসর্গিক বরিশাল বিনির্মাণের দাবি জানিয়েছেন কবি প্রেমীরা।

কবির মহাপ্রয়ান দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে বিএম কলেজে কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভিন্নধর্মী এক পথযাত্রা ও অবস্থান কর্মসূচির আয়োজন করেন সাধারণ শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে কলেজের জীবনানন্দপ্রেমী শিক্ষার্থীরা কবির রেখে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্যের বরিশালকে দখল-দূষণ থেকে রক্ষার দাবি জানান। 

তারা বলেন, কবি শঙ্খচিল হয়ে আবার ফিরে আসতে চেয়েছেন এই বাংলায়। অথচ এসে তিনি কি দেখবেন। চারিদিকে অপরিকল্পিত নগরায়নে, অবৈধ দখল আর দূষণে গাছপাল বিনষ্ট হয়েছে, হারিয়ে গেছে খাল, পুকুর, জলাশয়। মরে গেছে ধানসিড়ি নদী। এসব প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দাবি জানান তারা।

কলেজের জিরো পয়েন্টে প্রথমে অবস্থান নিয়ে পরে পথযাত্রা করে কবি জীবনানন্দ দাশ চত্বর, অশ্বিনী কুমার হল, কবির বাড়ির প্রাঙ্গণে অবস্থান নেন তারা। এ সময় তারা বিভিন্ন দাবি সংবলিত প্লাকার্ড বহন করেন এবং জীবনানন্দ দাশের কবিতা আবৃত্তি করেন।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর