Bangladesh Pratidin || Highest Circulated Newspaper

শিরোনাম
প্রকাশ : ২৩ অক্টোবর, ২০১৯ ০০:২৪

নেত্রকোনায় দুই বাংলার কবিতা সন্ধ্যা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় দুই বাংলার কবিতা সন্ধ্যা

নেত্রকোনার উদীচী কার্যালয়ে কবি এনামুল হক পলাশের সাংস্কৃতিক সংগঠন অন্তরাশ্রমের উদ্যোগে দুই বাংলার কবিদের নিয়ে 'অনন্ত জীবনের গান গাই' নামক কবিতা আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হয় কবিতায় কবিতায় কথা বলা। আয়োজক এনামুল হক পলাশের সভাপতিত্বে কবিতা পাঠ করেন কুচবিহার থেকে আগত কবি সুবীর সরকার, আলিপুর দুয়ার থেকে আগত কবি ও শব্দবাউল এর সম্পাদক শৌভিক বণিক, কুচবিহার থেকে নীলাদ্রি দেব।

এছাড়াও কবিতা পাঠ করেন নেত্রকোনার স্বপন পাল, পুরবী সম্মানিত, তরুময় বিশ্বাস পাভেল, মুস্তাফিজুর রহমান, প্রদীপ চক্রবর্তী, সোহরাব উদ্দিন আকন্দ, পহেলি দে, শৌনক দত্ত তনু, শোখরান খান ও সালামসহ অনেকে। 

কবিতায় স্বাধীনতা, প্রেম, দ্রোহ এবং সমসাময়িক ঘটনা উঠে আসে। কবিরা এসময় কবিতাকে অস্ত্রের সাথেও তুলনা করেন। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ


আপনার মন্তব্য