রাঙামাটিতে প্রাণিসম্পদ কর্মকর্তাদের ৪ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার সকালে রাঙামাটি জেলা মৎস্য প্রশিক্ষণ ভবনে জেলা পরিষদের উদ্যোগে ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন সিএইচটি (এসআইডি-সিএইচটি)-ইউএনডিপি’র বাস্তবাায়নে এবং ড্যানিডা’র অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা প্রাণিসম্পদ বিভাগের আহ্বায়ক রেমলিয়ানা পাংখোয়া। এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, রাঙামাটি কৃষি সম্প্রসারণ দফতরের উপ-পরিচালক পবন কুমার চাকমা, জেলা প্রাণিসম্পদ দফতরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বরুন কুমার দত্ত, উপজেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন ও এসআইডি-সিএইচটি-ইউএনডিপি’র জেলা এফএফএস এক্সপার্ট একেএম আজাদ উপস্থিত ছিলেন।
কর্মশালায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, সমতলের তুলনায় পার্বত্য জেলাগুলো বিভিন্ন বিষয়ে অনেক পিছিয়ে। কিন্তু প্রাণিসম্পদ বিভাগের মাধ্যমে এ জেলাকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়া সম্ভব। কর্মকর্তাদের জ্ঞান আদান প্রদান ও অভিজ্ঞতা গুলোকে খামারীদের উন্নয়নে কাজে লাগাতে হবে। তবেই সফলতা আসবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রাণিসম্পদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে দেশে এখন উন্নতজাতের গাভী, সহজভাবে মৎস্য, মুরগী চাষ ও ডিম উৎপাদন করছে খামারীরা। সরকারের এ সুযোগগুলোকে আমাদের কাজে লাগিয়ে পার্বত্য জেলাকে এগিয়ে নিয়ে যেতে হবে।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থীদের রাঙামাটি জেলা পরিষদ আইন ও বিধিসমূহ, অনলাইন অফিস ব্যবস্থাপনা (ইফাইলিং) ও প্রাণীসম্পদ বিষয়ক উন্নত প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম