শিগগির নিরসন হচ্ছে দেশের চলমান পাসপোর্ট বই সংকটের। এরই মধ্যে প্রায় দুই লাখ পাসপোর্ট বই চট্টগ্রাম বন্দরে এসেছে। আগামী কয়েক দিনের মধ্যে বইগুলো গ্রহণ করবে পাসপোর্ট অধিদপ্তর। বইগুলো পাসপোর্ট অধিদপ্তরে পৌঁছালেই নিরসন হচ্ছে চলমান পাসপোর্ট সংকটের।
চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মোহাম্মদ আবু সায়েদ বলেন, ‘চলমান পাসপোর্ট সংকট নিরসনের জন্য জরুরী ভিত্তিতে ১ লাখ ৯২ হাজার পিস পাসপোর্ট বই আমদানি করা হয়। বইগুলো বর্তমানে চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে। দ্রুততার সাথে বইগুলো খালাসের চেষ্টা চলছে। আশা করছি দ্রুতই পাসপোর্ট বই সংকট সমস্যা নিরসন হবে।’
পাসপোর্ট অধিদপ্তর জানায়, গত কয়েক মাস আগেই দেশে পাসপোর্টের বইয়ের সংকট দেখা দেয়। ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় পাসপোর্ট আবেদনকারীদের। অনেককে পাসপোর্ট হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে মাসের পর মাস। পাসপোর্ট বই সংকট নিরসনের জন্য জরুরী ভিত্তিতে যুক্তরাজ্য থেকে ১ লাখ ৯২ হাজার পিস বই আমদানি করা হয়। আমদানি করা বইগুলো বর্তমানে বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক