দিনাজপুরের ফুলবাড়ীতে অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণ অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার ফুলবাড়ী উপজেলার বারাইহাট এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতেই ধর্ষণ অভিযোগে ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীর মা।
বুধবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষিতার পরীক্ষা করা হয়েছে।
আটককৃতরা হলেন- ফুলবাড়ী উপজেলা ঝাঝিরা গ্রামের নুরুল হকের ছেলে আব্দুর রহমান (৩৭), একই উপজেলার রাঙ্গামাটি পশ্চিম পাড়া গ্রামের জার্জিস আলমের ছেলে আরিফুল রহমান মিষ্টার (২৪), একই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মশিউর রহমান (২৫) ও জয়কৃষ্ণপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাহিনুন আলম (৩৫)। বাকিরা পলাতক।
ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, বারাই হাট এলাকায় পুলিশ টহল দেয়ার সময় একটি মেয়ের চিৎকারে ওই মেয়েকে উদ্ধার করে ধর্ষকসহ ৪ যুবককে আটক করে পুলিশ।
এই ঘটনায় মেয়ের মা বাদী হয়ে মঙ্গলবার রাতেই আটক ৪ যুবকসহ ৭ জনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার