পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও পার্টির ১০ম কংগ্রেসের সফলতা কামনা করে নাটোরে ওয়ার্কার্স পার্টি মিছিল ও সমাবেশ করেছে।
বুধবার কানাইখালী বাসস্ট্যান্ড এলাকায় মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টির নেতা মিজানুর রহমান মিজান, আব্দুল করিম, যুবমৈত্রি নেতা মাহবুবুল আলম প্রমুখ।
বক্তারা পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে মূল্য নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। একইসাথে আগামী ২৫ নভেম্বর বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ১০ম কংগ্রেস সফলভাবে সম্পন্ন করার জন্য সংগঠনের নেতাকর্মীদের আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/শফিক