চট্টগ্রাম থেকে স্বামীর খোঁজে লক্ষ্মীপুরের রামগতিতে আসা এক যুবতীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫ জনকে অভিযুক্ত করে ভিকটিম নিজে বাদী হয়ে বুধবার বিকালে থানায় মামলা করেন। পুলিশ অভিযুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে। এর আগে স্থানীয় চর নেয়ামত এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন, বেল্লাল হেসেন, আলাউদ্দিন ও মো. বেল্লাল হোসেন। তারা সবাই ওই গ্রামের বাসিন্দা বলে জানা যায়। ঘটনার শিকার যুবতী চট্টগ্রামের করেরহাট ইউনিয়নের বনিনগর গ্রামের বাসিন্দা।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিছুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, স্বামীর খোঁজে চট্টগ্রাম থেকে বাসযোগে এক যুবতী মঙ্গলবার সন্ধ্যায় রামগতির আলেকজান্ডার বাজার এলাকায় আসে। এসময় বাজার এলাকায় তার স্বামীর খোঁজ করতে থাকে সে। এসময় স্থানীয় বেল্লাল তাকে তার স্বামীর কাছে পৌঁছে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। পরে চরনেয়ামত গ্রামে আলাউদ্দিন নামে তার এক বন্ধুর বাড়িতে নিয়ে যায়। পরে রাত ওই বাড়িতেই আরো তিনজনসহ মোট ৫ জন মিলে তাকে দলবেঁধে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। এতে গুরুত্বর আহত হয়ে পড়ে ওই যুবতী। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। পরে থানায় মামলার পর তিন জনকে গ্রেফতার করা হয়। অপর দুইজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/এ মজুমদার