বগুড়ার শেরপুরে আশিক হাসান (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে শেরপুর উপজেলার কৃষ্ণপুর পূর্ব যমুনা পাড়া এলাকার মঞ্জুর হাসানের ছেলে। বুধবার বিকেল ৪ টার দিকে শিশুর হত্যাকারী সিয়ামের বাড়ির শোয়ার ঘরে খাটের নিচ থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।
বগুড়ার শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, বুধবার বিকেলে খবর পেয়ে শিশু আশিকের লাশ উদ্ধার করে পুলিশ। এসময় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সিয়াম বাবু তুহিন পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।
তিনি আরও জানান, শিশু আসিককে কৌশলে সিয়াম বাবু তুহিন তাদের ঘরের মধ্যে নিয়ে যায়। প্রথমে তার হাত পা বেঁধে গলা টিপে হত্যার চেষ্টা চালায়। এতে ব্যর্থ হলে শিশুর মাাথায় আঘাত করে হত্যা করে। পরে তার লাশ বস্তায় ভরে খাটের নিচে রাখে। হত্যাকাণ্ড ঘটিয়ে সিয়াম সকলকে জানায় তাদের ঘরে লাশ। সিয়ামের কথাবার্তায় পুলিশের সন্দেহ হলে তাকেসহ তার পিতা সুরুতজ্জামান, মাতা হামিদা পারভীন ও ভাই সোহাগকে পুলিশ আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। কি কারণে এই হত্যাকাণ্ড তা জানতে পুলিশ জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।
বিডি-প্রতিদিন/শফিক