নারায়ণগঞ্জের রূপগঞ্জে দিঘীবরাবো আইডিয়াল হাই স্কুলের জেএসসি, পিইসি বৃত্তি পরীক্ষার্থী জন্য দোয়া ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার দিঘীবরাবো আইডিয়াল হাই স্কুল মাঠে এ দোয়া ও সংবর্ধনা প্রদান করা হয়।
দিঘীবরাবো আইডিয়াল হাই স্কুলের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেখক, কলামিস্ট, গবেষক ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজী এখলাছ উদ্দিন ভুইয়া স্কুল এন্ড কলেজের উপদেষ্টা শহিদুল্লাহ ভুইয়া, দিঘীবরাবো আইডিয়াল হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ ইউনুছ, হাজী মোয়াজ্জেম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাব উদ্দিন চৌধুরী, কাজী মহিউদ্দিন মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক এনামুল কবীর, জিএম সহিদ, শফিকুল আলম ভুইয়া, এস এম শাহদাত, আরিফ হাসান আরব প্রমুখ।
বিডি প্রতিদিন/কালাম