কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন ও সচিব রিয়াজুল হক (বর্তমানে সেন্টমার্টিন ইউপি সচিব) কে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ইউপি সদস্যদের নামে ভুয়া প্রকল্প দেখিয়ে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টারদিকে তাদের আদালত চত্বর থেকে আটক করা হয়।
দুদক সূত্রে জানা যায়, ভুয়া ১২টি প্রকল্প দেখিয়ে ৩৫ লাখ টাকা আত্মসাত করেছে ইউপি চেয়ারম্যান মৌলানা আজিজ উদ্দিন ও তৎকালীন সচিব রিয়াজুল হক। এ দুর্নীতির বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। ওই মামলায় তাদের আটক করা হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম দক্ষিণের কর্মকর্তা জাফর সাদেক শিবলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্নীতির মামলায় তাদেরকে আটক করা হয়েছে। পরবর্তীতের আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ