চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজারে অবস্থিত মহানন্দা বোর্ডিং থেকে অনৈতিক কাজের অভিযোগে এক নারীসহ হোটেল ম্যানেজার শাহীন রেজাকে আটক করেছে পুলিশ। আটককৃত শাহীন রেজা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিয়ালা কলোনী মহল্লার মৃত সিরাজ আলীর ছেলে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সারোয়ার ও এসআই মামুনের নেতৃত্বে সদর মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। সদর মডেল থানার ওসি মো. জিয়াউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক