নোয়াখালীতে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদ রোগীসহ ৩৪৬ জনের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
জেলা সমাজসেবার উপপরিচালক আইয়ুব খানের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক তন্ময় দাস ৩৪৬ রোগীকে ৫০ হাজার টাকা করে সহায়তার চেক হস্তান্তর করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা সহকারী পরিচালক বেলাল হোসাইন, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোমিন বিএসসিসহ প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন