পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ পড়ুয়া এক তরুণীকে বাড়িতে ডেকে মারধর করার প্রতিবাদ এবং আসামিদের গ্রেফতারের দাবিতে মৌন মিছিল ও মানববন্ধন করেছে মকবুলার রহমান সরকারি কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসের বটতলা থেকে মৌন মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে শিক্ষার্থীরা। মানববন্ধনে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ তনু, জেলা জাগপা ছাত্রলীগের সভাপতি বাবুল হক, সাংস্কৃতিক সংগঠন বিপ্রতীপের সভাপতি সাব্বির আহমেদ সুজন, ব্যবস্থাপনা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তানিয়া আক্তার প্রমুখ।
শিক্ষার্থীরা বলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী শাহনাজ আক্তারকে প্রেমের ফাঁদে ফেলে চার বছর ধরে বিয়ের প্রলোভন দেখায় তেঁতুলিয়া উপজেলার খুটাগছ এলাকার আব্দুল হাইয়ের ছেলে রবিউল ইসলাম। গত ২৭ অক্টোবর শাহনাজকে বাড়িতে আসতে বলে ওই প্রতারক । শাহনাজ তার বাড়িতে গেলে রবিউলসহ বাড়ির অন্যান্য সদস্যরা তাকে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এ ঘটনার পরের দিনই শাহনাজ আক্তার বাদী হয়ে তেতুলিয়ায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। কিন্তু অজ্ঞাত কারণে এখনো আসামি গ্রেফতার হয়নি। এঘটনার প্রতিবাদে আমরা মৌন মিছিল ও মানববন্ধন করছি। অচিরেই আসামিদের গ্রেফতার না করলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।
এ ঘটনায় তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, ওই কলেজছাত্রী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আসামি সবাই পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক