'পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি' স্লোগানে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার বিকেলে জেলা পুলিশের উদ্যোগে মহানন্দা নদীতে নৌকা বাইচ শেষে বারোঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দলকে পুরস্কার প্রদান করা হয়। ১২ টি দলের অংশ নেয়া নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নাচোল উপজেলার ফতেপুর ইউপি দল, দ্বিতীয় হয় সদর উপজেলার গোবরাতলা ইউপি দল এবং তৃতীয় হয়েছে রহনপুর পৌরসভা দল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান-পিপিএম এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা কমিউিনিটি পুলিশিং এর আহব্বায়ক আলহাজ্ব রুহুল আমিন, সদস্য সচিব সামিউল হক লিটন, জেলা ক্রীড়া শিক্ষা অফিসার আলহাজ্ব আখতারুজ্জামান রেজা তালুকদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মুখলেসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন, ফজল-ই-খুদাসহ অন্যরা। ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে খালঘাট থেকে মহানন্দা ব্রীজ পর্যন্ত নদীর দুই ধারে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার