নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এসময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৪২ হাজার টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হলে আদালত তাদেরকে কারগারে প্রেরণ করেন। এর আগে, বুধবার রাতে চরজব্বর ইউনিয়ন থেকে মো. মজনু, জাহাঙ্গীর আলম, মো. হারুনুর রশীদ, মো. মোস্তফা, মোসলেহ উদ্দিন, জাকির হোসেন, মো. ফজলু, সবুজ, সমীর, নুর মোহাম্মদ, হারুন ও মো. শাহাজাহানসহ ১২ জনকে নগদ টাকাসহ জেলা গোয়েন্দা পুলিশ গোপন সাংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করে।
নোয়াখালী ডিবি পুলিশের ওসি কামরুজ্জামান সিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় নগদ টাকাসহ ১২ জুয়াড়িকে আটক করা হয়েছে। স্থানীয়রা জানান, এটা এক ধরনের ক্যাসিনো। দীর্ঘদিন থেকে তারা জুয়া খেলাসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে নিরীহ মানুষ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক