নাটোরের বাগাতিপাড়া উপজেলার রহিমানপুর বাজারের অদূরে প্রায় ২০ দিন পূর্বে ভেঙে পড়েছে কালভার্ট। কয়েক গ্রামের বিলের পানি নিষ্কাশনের একমাত্র ওই কালভার্টটি মেরামতের উদ্যোগ না নেয়ায় জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। একদিকে যেমন বিলের পানি প্রবাহে বাধার সৃষ্টি হচ্ছে, অন্যদিকে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সড়কটির ভাঙ্গা অংশে যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। স্থানীয়রা কালভার্টটি দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
কালভার্ট সংলগ্ন বাসিন্দা রেজাউল করিম জানান, প্রায় ২০ দিন পূর্বে একটি বালুবাহী ট্রাক সড়ক দিয়ে যাওয়ার সময় কালভার্টটি ভেঙে পড়ে। তার ধারনা, অনেক পুরোনো হয়ে পড়ায় এটি ভেঙে গেছে। ভাঙ্গার প্রায় বিশ দিন পার হয়ে গেলেও মেরামতের কোন ব্যবস্থা নেয়া হয়নি।
স্থানীয় রহিমানপুর গ্রামের বৃদ্ধ জমির উদ্দিন মোল্লা জানান, ১৯৬৭ সালের দিকে কালভার্টটি নির্মাণ করা হয়। রহিমানপুর মোল্লাপাড়াসহ আশেপাশের কয়েকটি গ্রামের বিলের পানি পাশের দেবনগর সোনার বিলে যাওয়ার একমাত্র পথ এটি। এছাড়াও রহিমানপুর বাজার থেকে উত্তর দিকের কয়েকটি গ্রামের যাতায়াত রয়েছে এই সড়কে। মাঠের নানান ফসলাদিও বাজারজাতকরণে সড়কটি ব্যবহার করা হয়।
এবিষয়ে জামনগর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, দ্রুত কালভার্টটি মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।
নবাগত উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান বলেন, বিষয়টি তার জানা ছিল না। তবে দ্রুত সময়ের মধ্যে কালভার্টটি নির্মাণে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার