পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বোধগাঁও সীমান্তে গরীব ও দু:স্থ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে বিজিবি। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন এই স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করে।
বৃহস্পতিবার সকালে ঠাকুরগাও বর্ডার গার্ড হাসপাতাল এবং স্কয়ার ফার্মাসিটিক্যালসের সহযোগিতায় তড়েয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপি বিনামূল্যের এই স্বাস্থ্যক্যাম্পে এক হাজারের বেশি রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
স্বাস্থ্যক্যাম্প উদ্বোধন উদ্বোধন করেন বিজিবি ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্ণেল মোহাম্মদ শামছুল আরেফীন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন
সভায় অন্যদের মধ্যে প গড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ আলম সিদ্দিকি, ঠাকুরগাও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম সামিউন নবী, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হাছান বক্তৃতা করেন।
এ সময় আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান, বিজিবি ও পুলিশ কর্মকর্তা, শিক্ষক, স্থানীয় রাজনীতিক, সীমান্ত এলাকার কয়েক হাজার নারী, পুরুষ ও শিশুসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাও বর্ডার গার্ড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আফসানা রহমানসহ দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন। স্বাস্থ্য ক্যাম্পে সীমান্ত এলাকার অসহায় ও দুঃস্থ নারী, পুরুষসহ শিশুদের ইসিজি, ব্লাড প্রেসার নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এছাড়া জ্বর, সর্দি ও কাশি, অ্যাজমা, ব্যাথা জনিত অসুস্থতা এবং চর্মরোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্রসহ ওষুধ প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন