ঝিনাইদহের সদর উপজেলায় বিষয়খালী এলাকায় বৃহস্পতিবার দুপুর ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ৩ জন চাঁদাবাজকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- কালীগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামের রকিব মিয়ার ছেলে মিল্টন হোসেন (৩৬),কালীবাড়ী পাড়ার আবুল হোসেনের ছেলে তৈয়বুর রহমান (৪৮) ও আলাইপুর মাঝপাড়া গ্রামের জয়নুদ্দিন (৪৫)।
কালীগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেন জানান, বুধবার দুপুরে ভ্যানে মালামাল লোড করে চালক প্রদীপ দাস কালীগঞ্জ শহর থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আড়মুখ নামক স্থানে কয়েকজন ব্যক্তি তার ভ্যানের গতিরোধ করে ডিবি পুলিশ পরিচয় দেয়। এ সময় মাদকদ্রব্য আছে বলে অজুহাত দেখিয়ে ভ্যানের মালামাল নিয়ে তাকে মারধর করে। এ ঘটনায় একইদিন বিকালে আহত প্রদীপ দাস চাঁদাবাজির অভিযোগ এনে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
পুলিশ বৃহস্পতিবার দুপুরে বিষয়খালী বাজার এলাকা থেকে অভিযুক্ত চাঁদাবাজ তৈয়বুর রহমান, জয়নুদ্দিন ও মিল্টন হোসেনকে আটক করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার